শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

গাজীপুরের নাওজোরে ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা।

স্টাফ রিপোর্টার / ৪৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার
গাজীপুরের নাওজোরের বাসস্ট্যান্ড এবং রিয়াজ পাম্পের সংকল্পে ফ্লাইওভারের নিচে মহাসড়কের বিভিন্ন অংশ ও রাস্তার দুই পাশের ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা বাণিজ্য । শুধু কিছু অসাধু ব্যক্তির হাত ধরে হকার ও ব্যবসা প্রতিষ্ঠান নয়,বিভিন্ন পরিবহণের দখলেও রয়েছে মহাসড়কের গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট । এর ফলে দুর্ঘটনা সহ সৃষ্টি হচ্ছে নানা রকমের ভোগান্তি ।
সরেজমিনে দেখা গেছে,মহাসড়কের পাশে নাওজোর বাসস্ট্যান্ড, রিয়াজ পাম্পের সংকল্পে ফ্লাইওভারের নিচে থেকে বাইপাস মোড় থেকে গাজীপুর চৌরাস্তা বাজার থেকে কড্ডা, ও বাইমাল পর্যন্ত । এছাড়া বিভিন্ন স্থানে মহাসড়ক দখল করে রাস্তার পাশে ফুটপাতে দোকান করে গড়ে উঠেছে শতশত ব্যবসা প্রতিষ্ঠান । এই সব ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও পণ্যবাহী যানবাহনের দখলে রয়েছে মহাসড়কের সার্ভিস লাইনগুলো । মহাসড়কের দুইপাশের ফুটপাত ও সার্ভিস লাইনের কয়েক কিলোমিটার অংশ দখল করে গড়ে উঠেছে ফলের দোকান,জামা-কাপড়,গ্যারেজ,জুট গুদাম,রেন্ট কারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান । দুইপাশের সার্ভিস লাইন দখলে থাকায় ছোট ছোট যানবাহনগুলো বাধ্য হয়েই প্রধান সড়কে চলাফেরা করে । এর ফলে হরহামেশাই ঘটছে নানা রকম দুর্ঘটনা ।
সরজমিনে গিয়ে লোক মারফত শোনা যায় ,কিছু অসাধু ব্যাক্তির হাত ধরে হাইওয়ে পুলিশের সঙ্গে যোগসাজশে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপনা বসিয়ে মাসিক চাঁদা আদায় করে যাচ্ছে । এইসব স্থানে বলে হাইওয়ে পুলিশের চলাচল থাকলেও মহাসড়ক দখল বাজদের অপরাধ এর দিকে কোন নজরদারি নেই । সড়ক দখল করে থাকা অবৈধ এই সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা জানান,পুলিশকে মোটা অংকে মাসোহারা দিয়ে তাদের ব্যবসা চালাতে হয় ।
সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন এই ব্যাপারে তিনি বলেন, আমার কাছে কোন ফুটপাতের ব্যাবসায়ী লোক আসে নাই এইসব মিথ্যা কথা, মহাসড়কে এসব স্থাপনা ও মহাসড়ক দখল করে কোন ব্যবসা প্রতিষ্ঠান চালানো যাবে না।কোথাও এই রকম ঘটনা ঘটে থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর