রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

হবিগঞ্জে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৬, বসতবাড়ি লুট।

নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি। / ৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছেন। এসময় বাড়িঘর লুটপাটের ঘটনাও ঘটেছে।,
বুধবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।,
আহতরা হলেন কমলানগর গ্রামের নাজিম উদ্দিন শাহ (৬০), একই গ্রামের আব্বাছ উদ্দিন শিমুল (২৬), শাহেনা বেগম (৪০), পারভীন আক্তার (৪০), মাসুক মিয়া ৩৭), সাবিনা বেগম (৩৬)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কমলানগর গ্রামে নাজিম উদ্দিন শাহ ও জহুর আলীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে বিরোধপূর্ণ জমি নিয়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উল্লেখিতরা আহত হন। সংঘর্ষের পর কমলানগর আসাদ আলীর বাড়িঘর লুটপাটের ঘটনা ও ভাঙচুর হয়েছে।,
এ বিষয়ে ওসি আবদুল্লাহ আল মামুন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনো পক্ষই এখনো অভিযোগ দেয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর