ডেস্ক রিপোর্টঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উর্মি সাহা(২৭) নামের এক গৃহবধূ উর্মি সাহার রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে পুলিশ মরদেহ উদ্ধারের পর স্বামী শিব্বির তালুকদারকে গ্রেপ্তার করেছে।
মোরেলগঞ্জ পৌর শহরের বয়রাতলা এলাকার শিব্বির তালুকদারের বাড়িতে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা যায় বুধবার(২২ জানুয়ারি)সকাল ৭ টার সময় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত উর্মি সাহা ভাইজোড়া গ্রামের সালেছ সাহার মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে শিব্বিরের সাথে তার বিয়ে হয়। খালেদ নামে তার চার মাসের একটি শিশু সন্তান রয়েছে।
উর্মির বাবার দাবি তার মেয়েকে হত্যার পর মরদেহ গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। নিশ্চিত এটি হত্যাকাণ্ড আত্মহত্যা নয়।আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান বুধবার(২২ জানুয়ারি) ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহত উর্মির মরদেহ গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।পরে ময়নাতদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ব্যপারে থানায় ইউডি মামলা হয়েছে। তবে, নিহতের বাবা ও তার পরিবারের মৌখিক অভিযোগের কারনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী শিব্বির তালুকদার ও তার ভাই শাহিন তালুকদারকে থানা নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে শিব্বির জানান তার স্ত্রী উর্মি সাহা রাতে একসাথে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে স্ত্রীকে বিছানায় না পেয়ে বাইরে বেরিয়ে দেখি স্ত্রীর মরদেহ গাছের সাথে ঝুলে আছে। পরে তার চিৎকারে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে থানা পুলিশকে খবর দেন।