উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাত-পা বাঁধা মনিরুল ইসলাম(১৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন সলঙ্গা থানা পুলিশের সদস্যরা।
নিহত মনিরুল ইসলাম তাড়াশ উপজেলার বোয়ালিয়া গ্রামের ফুলজার হোসেনের ছেলে।
উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ গ্রামের মামা মোন্নাফের রান্না ঘরে এই রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
জানা যায় মনিরুল ইসলাম ছোট থেকে তার নানা বাড়িতে বসবাস করে।ছোট মামি শিল্পী খাতুন ও তার ভাসুর জানান মোন্নাফের বাড়ির রান্না ঘরে বাঁশের আড়ার সাথে মনিরুলের ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করে উঠি।আমাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং নিহত মনিরুলের মরদেহ রান্না ঘরে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়।
সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মনোজিৎ কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করে জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। হত্যা বা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর নিশ্চিত করে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। আপাতত থানায় একটি ইউডি মামলা রজু করা হয়েছে।