শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে শীতার্ত কোমলমতি শিশুদের মাঝে জামা, কাপড়, বয়স্কদের কম্বল বিতরন।

সোহেল রানা,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ / ৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি।

শুক্রবার বিকালে লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী রামগতি রোড পার্টি সেন্টারে প্রায় তিন শতাধিক কোমলমতি শিশু, বয়স্ক নারী পুরুষ শীতার্ত মানুষের হাতে এ কম্বল, জামা কাপড় তুলে দেন প্রধান অতিথি লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা।
বিশেষ অতিথি লক্ষ্মীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ,

আলমগীর হোসেনের দৈনিক সকালের সময়,
সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনির চৌধুরী, গণমাধ্যম কমিশন লক্ষ্মীপুর জেলা শাখা সাধারণ সম্পাদক কাজী ওসমান মোর্শেদ, সোহেল হোসেন সময় সংবাদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক এনামুল হক, আবদুর রহিম আসাদ ও শাহেদুর রহমান রাফি, আহত প্রতিনিধি এমএ আরিফ, সাবেক টিএসআই কামরুজ্জামান, শ্রমিক ইউনিয়ন ইনসাব বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নুর আলম, শ্রমিক দলের নেতা মুরাদ হাসানসহ প্রমুখ।

এসময় প্রধান অতিথি রানা বলেন, জাতীয় গণমাধ্যম কমিশন প্রায় তিন শত শিশু-কিশোরদের শীতের জামা, কাপড়, কম্বল চকলেট, জুস, বিস্কুট, উপহার নিয়ে, হাজির হওয়ার জন্য গণমাধ্যম কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ওসি মো: আব্দুল মোন্নাফ বলেন, শীতার্ত কোমলমতি শিশু ও মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর