ডিমলা প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় তে-ভাগা আন্দোলনের শহীদদের স্মৃতি ও প্রত্নত্বাতিক নিদর্শন সংরক্ষণের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের জনগণ । শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে ডিমলা উপজেলায় তে-ভাগা আন্দোলনের অন্যতম নেতা তৎনারায়নের ৭৯মত মৃত্যুবার্ষিকী পালনকালে উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে এই দাবী জানানো হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলার প্রতিনিধি জাফর হোসেন জাকির বলেন, তৎনারায়ন সহ তে-ভাগা আন্দোলনের শহীদের সমাধি মন্দির ও জমিজমা প্রভাবশালী মহল দখল করে নিয়েছে। দালালদের হাতে এসব ত্যাগী নেতাদের সমাধি বেচা-কেনার ঘটনাও ঘটেছে। বেহাত হওয়া এসব নিদর্শন ডিমলার ঐতিহ্যবাহী রাজনৈতিক ইতিহাস ও অতীত ঐতিহ্য বহন করে। সেই ইতিহাস রক্ষা করতে সকলকে আহবান জানান তিনি।
তে-ভাগা আন্দোলনের নেতা মঙ্গলু বর্মনের নাতিজামাই হিরম্ব বম্মর্ণ কান্নাজনিত কন্ঠে বলেন, আমার দাদুর সমাধীস্থল ভাঙ্গার জন্য পায়তারা চলছে। মঙ্গলুসহ সকল ত্যাগী নেতাদের সমাধীস্থল রক্ষা করতে হবে।
সরকারকেই এই দায়িত্ব গ্রহন করার দাবী বিক্ষোভকারীদের। ডিমলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শতাধিক মানুষ শহরজুড়ে র্যালী শেষে সদর ইউনিয়ন পরিষদের সামনে তৎনারায়নের সমাধীস্থলে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এসময় তারা তৎনারায়নের সমাধিতে পুস্পস্তবক অর্পন করেন।
সমাবেশে বক্তব্য রাখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, রাজনৈতিক ব্যক্তিত্ব আতিয়ার রহমান, ইউনুছ আলী, মসাহেদুল আলম মানিক, গীতিকবি মুন্সি সাদিক সালেহ্, গোপাল চন্দ্র রায়, মাহবুব রহমান সহ সর্বস্তরেরজনগণ ।
Post Views: 127