রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন

মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি’র ফলাফল প্রকাশ।

জালাল উদ্দিন, নিজেস্ব প্রতিবেদকঃ / ৯৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:মৌলভীবাজারে প্রেরণা মেধাবৃত্তি ২০২৪ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার ইসলামী সোসাইটি পরিচালিত মেধাবৃত্তি ফলাফল ঘোষণা অনুষ্ঠানটি মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের ইম্পেরিয়েল কলেজের হলরুমে আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ করা হয়।
এ সময় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জেলা পরীক্ষা পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রফেসর মামুনূর রশীদ’র সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ সিতাব আলী’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির চেয়ারম্যান দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব। এতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির সেক্রেটারি ও জেলা পরীক্ষা পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ ইয়ামীর আলী, সদস্য মোহাম্মদ আলী বেগ, হারুনুর রশীদ তালুকদার, সৈয়দ তারেকুল হামিদ, মোহাম্মদ শাহীন মিয়া, শাহিন আহমদ, খায়রুল আমীন সেহেল, মাসরুর আহমদ, হাবিবুর রহমান হারিছ ও হাফিজ আলম হোসাইন।
জানা যায়, জেলার ৭ উপজেলা থেকে প্রেরণা মেধাবৃত্তি ২০২৪ পরীক্ষায় গেল ২৮ ডিসেম্বর জেলা ব্যাপী ৫ম ও ৮ম শ্রেণীর ২৫৮৩ জন শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশ নেয়। এতে ৮ম শ্রেণীর জেলা ব্যাপী মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী আফরিদা জান্নাত অরিন, দ্বিতীয় স্থান করে বিএফ শাহীন কলেজের শিক্ষার্থী পরমাধ্যা চক্রবর্তী ও তৃতীয় স্থান অধিকার করে দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মাইশা বিনতে হুমায়ুন। ৫ম শ্রেণীতে জেলা ব্যাপী মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে আনন্দ বিদ্যাপিঠ এর শিক্ষার্থী তানজিলা ইসলাম চৌধুরী, দ্বিতীয় স্থান করে দি বাডস্ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাজশ্রী হালদার রাজন্যা ও তৃতীয় স্থান করে আনন্দ বিদ্যাপিঠ এর শিক্ষার্থী স্নেহা দাশ।
উল্যেখ্য, মৌলভীবাজার জেলার ৭ উপজেলা থেকে পরীক্ষায় ২৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এতে কৃতকার্য হয় ১৮০ জন। প্রথম স্থান অধিকারকারীদের নগদ ১০ হাজার টাকা-সহ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান-সহ অন্যান্যদের পর্যায়ক্রমে পুরুস্কিত করা হবে বলে প্রেরণা মেধাবৃত্তি ২০২৪ইং, পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর