কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুর কালিয়াকৈরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক বিকাশের এজেন্ট কাছ থেকে নগদ ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে পাওয়া গেছে।দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে এক মুদিদোকানদার আহত হয়েছেন।
আহত মুদি দোকানদার নাম শিমুল হোসেন তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিকাশের এজেন্ট নাম ফারুক হোসেন।সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সফিপুর বাজারের যমুনা রোডের সামনে হঠাৎ বিকট শব্দ হয়। পরপর কয়েকটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে কেউ কিছু বুঝতে না পারলেও সামনে গিয়ে দেখা যায়, বিকাশ এজেন্ট ফারুকের টাকা ছিনিয়ে নিতে ককটেল ছোড়া হয়েছে। দুটি প্রাইভেট কার থেকে ফারুককে লক্ষ্য করে এসব ককটেল ছুড়ে দুর্বৃত্ত দলের সদস্যরা। এ সময় তাঁর হাত থেকে টাকার ব্যাগটি নিচে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে পাশের দোকানদার শিমুল দৌড়ে এলে তাঁকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এতে শিমুল আহত হন। আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই দুর্বৃত্তরা টাকার ব্যাগটি তুলে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ফারুক আহত হয়েছেন।
ভুক্তভোগী ফারুক হোসাইন বলেন, ‘দোকান বন্ধ করে টাকার ব্যাগটা মাত্র হাতে নিয়েছি, এমন সময় প্রাইভেট কার থেকে পাঁচ থেকে সাতজন লোক নেমে আমার দোকান লক্ষ্য করে ককটেল ছুড়ে। এরপর আমার ব্যাগে থাকা ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।’
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ।