লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়ে যাওয়ার পরে জহির নামে এক স্থানীয় আওয়ামীলীগ নেতার ঘর ভাংচুর,পরিবারের লোকজনদের মারধর ও ঘরে আসবাবপত্র ভেঙ্গে চুরে দিয়েছে স্থানীয় বিএনপি নেতা কাসেম কেরানি (প্রকাশ মাকসুদুর রহমান) জাবেদ, কামরুল, শাকিল, রতন।
বুধবার (০৭ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়নের (৭নং ওয়ার্ডের)কাঞ্চনী বাজারের সাথে এ ঘটনা ঘটে।
ভোক্তভোগী জহিরুল মৃত সুলতান আহমেদের ছেলে,ও চররুহিতা ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিলর ও আ”লীগের সক্রিয় একজন কর্মী ছিলেন, বর্তমানে তিনি ঢাকাতে অবস্থান করার কারনে রক্ষা পান দুস্কৃতিকারীদের হাত থেকে, তবে রেহাই পাইনি উনার স্ত্রী মেহেরুন্নেছা ও সন্তানরা,স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরন করেন।
অভিযোগ অস্বীকার করেন বিএনপি নেতা কাসেম কেরানি বলেন, আমার কেনা ১৫ শতাংশ জমি জহির জবর দখল করেছে। এনিয়ে আদালতে মামলা চলছে।
জহির আওয়ামী লীগের আমলে চাঁদাবাজি নারী কেলেঙ্কারি গাজা ইয়াবা ব্যবসা করতো থানাতে একাধিক মামলা রয়েছে তার হামলার বিষয় সমন্বয়ক ছাত্ররা হামলা করেছে।
স্থানীয় সূত্র হতে জানা যায় ঘরে ডুকে কয়েকজন যুবক ঘর ভাংচুর করে পরে তার স্ত্রী মেহেরুন্নেছা বাঁধা দিলে উনার উপর অতর্কিত হামলা চালায়,মায়ের চিৎকারে সন্তানরা এগিয়ে আসলে তারাও আহত হয়।
লক্ষ্মীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহেল রানা, হামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান,দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও পুলিশ হত্যার কারনে পুলিশ প্রশাসন কর্মবিরতি দিয়েছে,থানার কার্যক্রম স্বাভাবিক হলে ভোক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।