বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরহী কিশোরের মৃত্যু হয়েছে।
জানাযায়, ১৩ জানুয়ারী সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বানেশ্বর – ঈশ্বরদী আঞ্চলিক সড়কের বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর সাজির বটতলায় এই দুর্ঘটনা ঘটে ।
এলাকাবাসি সুত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭ টায় হঠাৎ একটি বিকট শব্দ হয় । পরে দেখা যায় একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সরাসরি ধাক্কা দেয় । এতে মোটরসাইকেলে থাকা তিনজন আরহী ছিটকে রাস্তায় পরে যায়। এসময় পেছনে থাকা একটি আখ পরিবহনের ট্রাক্টর দুই জনকে চাপা দিয়ে চলে যায় ।
এসময় এলাকা বাসী তাদের উদ্ধার করে প্রথমে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে দুই জনের অবস্থা আশংক্ষা জনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। রাজশাহী মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন।
জানাযায় , নিহত দুইজনের বাড়ি লালপুর উপজেলার মোমিনপুর বাকনা গ্রামের মোঃ বাবর আলীর ছেলে ফয়সাল আহম্মেদ (১৬) ও একই গ্রামের মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২১)। এবং আহত হামজা আহম্মেদ দিপু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে যান।
এলাকাবাসি জানায় এই জায়গায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। কিছুদিন আগেও গায়ে হলুদের দিনে জুয়েল নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়।
এবিষয়ে বাঘা থানার এস আই মোঃ ইমরান আলি জানান , খবর পেয়ে ঘটনাস্থলে আমরা যায়। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখান থেকে আমরা দুরঘটনা কবলিত মোটর সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। তবে ঘাতক ট্রাক ও ট্রাক্টরটি পালিয়ে গেছে ।