ডিমলা(নীলফামারী)প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় সরকারী কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মত বিনিময় সভা করেছেন । মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসন ডিমলা, নীলফামারীর আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে জেলা প্রশাসকের মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়া, অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. রাশেদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আলী বান্না, উপজেলা প্রকৌশলী মো. শফিউল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মদন কুমার রায়, উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানী প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার সেক্রেটারী মো. রোকনুজ্জামান বকুল, প্রেসক্লাব ডিমলার সভাপতি ও দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান সবুজ, সহ-সভাপতি ও দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি জামান মৃধা ও মো. রবিউল ইসলাম, সাধারন সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মাসুদ পারবেজ রুবেল, যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি রেজোয়ান ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক আমার বার্তার প্রতিনিধি হাবিবুল হাসান হাবিব, সাংগঠনিক সম্পাদক ও দি ডেইলী ম্যাসেনজার পত্রিকার প্রতিনিধি রিপন ইসলাম শেখ, ডিমলা রিপোর্টাস ইউনিটির সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি মহিবুল ইসলাম, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি ময়েন কবীরসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডিমলা উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা, মাদক, চোরাচালান, সীমান্ত দিয়ে সার পাচার, থানায় তদবির, বালুমহল সিন্ডিকেট, রেজিষ্ট্রি অফিসের অনিয়ম-দূনীতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অনিয়ম, উপজেলা প্রকৌশলী এর বিভিন্ন অনিয়ম দূর্নীতি, সার সিন্ডিকেট, শব্দ দূষন, অর্থনীতি, কৃষি এবং সাধারন মানুষের জীবনমান উন্নয়নের কথা তুলে ধরেন। মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বক্তাদের কথা গুরত্ব সহকারে শ্রবন করেন এবং সকল সমস্যার সমাধানের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে বলে আশ্বস্ত করেন। মত বিনিময় সভা শুরু হওয়ার আগে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়াকে নিয়ে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।