ডিমলা(নীলফামারী)প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় সমন্বয় কমিটি ডিমলা উপজেলা শাখা শিক্ষকবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবরে স্বারকলিপি প্রদান করেছেন। ১৩ জানুয়ারী (রবিবার) সকাল ১১ টায় বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় সমন্বয় কমিটি ডিমলা উপজেলা শাখা শিক্ষকবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেল মিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে সাত দফা দাবী আদায়ের লক্ষ্যে স্বারকলিপি প্রদান করেন। তাদের দাবী স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করন ঘোষনা দিতে হবে। রেজিষ্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় রেজিষ্টার্ড স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা করার অনুমতি দিতে হবে এবং বেতন-ভাতাদি দিতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা স্থাপণের প্রাথমিক উদ্যোগ হিসাবে ভাড়া বাড়ী ও রুম ব্যবস্থাপনার শর্তে চালু করার অনুমতি দিতে হবে। প্রতিটি গ্রামে এবং শহরের প্রতিটি ওয়ার্ডে একটি করে সরকারী/বেসরকারী স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা করতে হবে। স্বীকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাকে উবৃত্তি ফিডারের আওতায় নিয়ে আসতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ সকল মাদরাসা তদারকির জন্য মাদরাসা শিক্ষায় শিক্ষিত পৃথক ডিও, টিও এবং এটিও নিয়োগ দিতে হবে। ইবতেদায়ী মাদরাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সমান সুযোগ সুবিধা প্রদানে পর্যাপ্ত বাজেট বরাদ্ধ রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় সমন্বয় কমিটি ডিমলা উপজেলা শাখার সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক জাফর, সাধারন সম্পাদক মো. রবিউল ইসলাম মানিক, উপজেলা উপদেষ্টা মো. লুৎফর রহমান সদস্য মো. জাকির হোসেন সহ বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় সমন্বয় কমিটি ডিমলা উপজেলা শাখা শিক্ষকবৃন্দ।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় সমন্বয় কমিটি ডিমলা উপজেলা শাখার সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক জাফর বলেন, ইবতেদায়ী মাদরাসা শিক্ষকতার শুরু থেতে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক অবহেলায় শিকার হয়ে আজ মারাত্মক ভাবে বঞ্চিত, উপেক্ষিত এবং অবিভাবকহীন সারা দেশে বিশ হাজারেরও বেশি মাদরাসা চালু আছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে উদ্দেশ্য মুলক ভাবে বঞ্চিত রাখা হয়েছে। সাত দফা দাবী আদায়ের লক্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রতি পতিত সরকারের বৈষম্যমুলক নীতি, সিদ্ধান্ত ও আচরনের দুরীকরন আদায়ের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয় বরাববরে লিখিত স্বারকলিপি প্রদান করি।