(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
পিলখানা হত্যাকাণ্ডের বিচার ও সারাদেশে চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকুরীতে পুনর্বহাল এবং পরিবারকে পূনর্বাসনসহ তিন দফা দাবীতে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও জেলা বিডিআর কল্যাণ পরিষদ।
রোববার (১২ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় সাবেক বিডিআর সদস্য শমসের আলীর সভাপতিত্বে বক্তব্য দেন, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি মামুন অর রশীদ, বিডিআর কল্যাণ পরিষদের সদস্য প্রমিলা রাণী সহ অনেকে।
মানববন্ধনে তারা, ১৬ বছর ধরে জেলে বন্দী নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিশন গঠনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত ঘটনা উদঘাটন এবং অপরাধীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান।
Post Views: 40