শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

হঠাৎ ঘন কুয়াশার চাদরে সূর্যের দেখা নেই শীতে কাঁপছে চায়ের রাজধানী।

জালাল উদ্দিন, নিজেস্ব প্রতিবেদকঃ / ৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ ঘন কুয়াশার চাদরে মোড়ানো প্রকৃতি। জেঁকে বসেছে শীত। সূর্যের দেখা মিলছে না। আকাশ কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। তাপমাত্রা নেমেছে ৯ ডিগ্রিতে। পৌষের শেষার্ধে এমন অবস্থা বিরাজ করছে চায়ের রাজধানী মৌলভীবাজারে। ফলে সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।
শুক্রবার ১০ জানুয়ারি ২০২৫ ইং, শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান বলেন, রাতে মৌলভীবাজারের তাপমাত্রা ১০ ডিগ্রিতে থাকলেও আজ সকালে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজারের কোনো কোনো এলাকায় ম‍ৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
শীতের দাপট বেড়েই চলছে এই জনপদে। এতে চা বাগানের চা শ্রমিক ও হাওর এলাকার দিন মজুর এবং খেটে খাওয়া মানুষ রয়েছে বিপাকে। শীত অনুভূত হচ্ছে। কয়েকদিন ধরে প্রচণ্ড শীত পড়েছে। শীত উপেক্ষা করে পেটের দায়ে শ্রমিকরা মজুরির আশায় কাজে যাচ্ছে। না হলে চুলায় আগুন জ্বলবে না তাই এমন শীতে জুবুথুবু হয়ে পেটের দায়ে পরিবারের খাবার যোগাড় করতে অনেকেই ঘর থেকে বের হয়েছেন। আবার অনেকেই তীব্র শীতের কারণে কাজে যেতে পারছেন না বলে জানা যায়।
তীব্র শীতের কারণে ফলে মৌলভীবাজার শহরের সড়কে মানুষের উপস্থিতি তুলনামূলক কম দেখা যাচ্ছে। তাই শীতের কারণে রোজগার কম হচ্ছে ও শীতে বড় বেশি কষ্টে আছে বলে জানান ভ্যান গাড়ি চালক ও রিকশাচালকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর