নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির অন্যতম সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সদ্য সাবেক কমিটির ছাত্র-বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ আহমেদ (৪৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাত ১২টার সময় হঠাৎ অসুস্থ হলে তাকে শহরের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের অন্যান্য সদস্য বিদেশ থেকে আসার পর মঙ্গলবার বিকেলে নামাজে যানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা ঘাত-প্রতিঘাতের মধ্যে পতিত স্বৈরাচারী সরকারের আমলে অসংখ্য রাজনৈতিক হয়রানি মূলক মামলার গ্লানি টানতে হয় তাকে। মৃত্যুকালে দুই ছোট্ট শিশু সন্তান, স্ত্রী,আত্মীয়-স্বজনসহ অসংখ্যগুণাগ্রাহী রেখে গেছেন। বিনয়ী ও সদালাপী গাজী মারুফের মৃত্যুতে জেলা জুড়ে তার রাজনৈতিক সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমেছে।
গাজী মারুফের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক : মৌলভীবাজার জেলা বিএনপি’র অন্যতম সদস্য গাজী মরুফ আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন “গাজী মারুফ আহমেদ” এর মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যতী। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে বিশ্বাসী ছিলেন গাজী মারুফ আহমেদ।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। বিনয়ী ও সদালাপী মরহুম গাজী মারুফ আহমেদ মৌলভীবাজার জেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে নিবেদিত প্রাণ ছিলেন। দোয়া করি- মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেশস্তনসীব ও শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
জেলা বিএনপির শোক :বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য, সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি’র সন্মানিত সদস্য, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান), জেলা কমিটির সদস্য মনোয়ার আহমেদ রহমান, সদর উপজেলা বিএনপির আহবায়ক বদরুল আলম, মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ-সহ নেতৃবৃন্দরা শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও জেলা, উপজেলা, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল-সহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান।
Post Views: 30