চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং মনকে চাঙ্গা রাখে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলাকে গ্রাম থেকে গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য এবং দেশবাসীকে খেলাধুলার প্রতি মনোনিবেশ করার জন্য ১৯৭৯ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় গত ১৭টি বছর ওই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে কোন খেলাধুলার অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে দেয়নি। পাইকপাড়া ইউনিয়নে আয়োজিত শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচের খেলা শেষে সন্ধ্যায় এক আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট মোঃ আমিনুল ইসলাম।
শুক্রবার (৩ জানুয়ারী) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের মরহুম আবুল কালাম চেয়ারম্যান বাজার মাঠ প্রাঙ্গনে ব্যারিস্টার হাবিবুল্লাহ মোঃ সোহেল মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় শহীদ জিয়া প্রীতি ফুটবল ম্যাচ-২০২৫ এর খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত খেলায় সদর ইউনিয়ন ১-০ গোলে পাইকপাড়া ইউনিয়নকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভাটি পাইকপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবু ছায়েমের সভাপতিত্বে সভায় বিশেষে অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) এডভোকেট মোঃ আব্দুল হাই, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এপিপি এডভোকেট মোঃ মীর সিরাজ আলী, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ নাসির উদ্দিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ রফিক তালুকদার, ৯নং রাণীগাও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলীম, ২নং আহম্মদাবাদ ইউনিয়ন সাধারণ সম্পাদ মোঃ কামরুল হাসান শামীম ও সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী, স্বেচ্ছাসেবকদল নেতা শামসুল হক তালুকদার জুয়েল, সাবেক মেম্বার আব্দুর রউফ খান ও সাবেক মেম্বার সোহেল কালাম আজাদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। খেলা শেষ প্রধান অতিথি বিজয়ী দলের মাঝ পুরস্কার বিতরণ করেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট মোঃ আমিনুল ইসলাম উপজেলার রাজার বাজার দামোদরপুর ঐতিহ্যবাহী বাবুর বাড়ী পূজা মণ্ডপ উৎসব অনুষ্ঠান পরিদর্শন করে উৎসবে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন ও আহম¥দাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের কিডনি রোগে আক্রান্ত অসুস্থ জুবায়েদকে দেখতে যান এবং তার চিকিৎসা বাবদ খরচ ১০ হাজার টাকা জুবায়েদের বাবার কাছে তুলে দেন। পরে আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীমের অসুস্থ বাবা সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রহমান আজাদকে দেখতে উনার বাসায় যান।
Post Views: 28