মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারী) রাত সাড়ে ৩ টার সময় মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা পাকা রাস্তা থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃত ছিনতাইকারীরা হলো বেংগাডুবা গ্রামের এমরান মিয়ার ছেলে পারভেজ মিয়া (২৩), বেংগাডুবা গ্রামের শামছুল হকের ছেলে রবিউল আউয়াল রুবেল (৩৮) ও মাদারগড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে পারভেজ মিয়া (৩০)।এসময় পুলিশ আটক ছিনতাইকারীদের দখলে থাকা ২ টি ধারালো চাকু ও লোহার রড উদ্ধার করে।আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন,ধর্ষণ,ডাকাতি প্রস্তুতি মাদক আইনের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
ওসি জানান, নিয়মিত রাত্রিকালীন টহল ডিউটির সময় মাধবপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা রুজু হয়েছে।
Post Views: 44