রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

মাধবপুরে রাস্তা আটকে দেওয়ার অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি।

নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি। / ১৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরের লোহার গেট বানিয়ে বেড়া দিয়ে সরকারি রাস্তার কালভার্ট দখল করার সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে হত্যার হুমকি দেয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। হুমকির শিকার হয়েছেন সাংবাদিক মুজাহিদ মসি।তিনি কালবেলা পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি। প্রতিকার পেতে সাংবাদিক মুজাহিদ মসি শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে মাধবপুর থানায় একটি জিডি করেছেন।
জানা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের আন্দিউড়া গ্রামের মধ্যপাড়া মহল্লার রিনা বেগম (৪০) গং সরকারি রাস্তার কালভার্ট দখল করে লোহার গেট তৈরি করে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন।এলাকাবাসীর প্রতিবাদ করলেও কোন প্রতিকার হয়নি।
এ নিয়ে প্রতিবেদন প্রচার করায় গতকাল তাকে ফোনে হুমকি দেয়া হয়।হুমকির অডিও রেকর্ড প্রতিবেদকের কাছে রয়েছে।
সাংবাদিক মুজাহিদ মসি জানান,সত্য প্রতিবেদন করা ও চঞ্চল্যকর জনদুর্ভোগ আমার প্রতিবেদনের মাধ্যমে উঠে এসেছিল।তাই অপকর্মের হোতারা আমাকে হুমকি দিয়েছে।
যোগাযোগ করা হলে রিনা আক্তার জানায়, সাংবাদিকর,
পুলিশ ও ইউএনও সবাই এক ধরনের লোক। টাকা দিয়ে সবাইকে কেনা যায়। আমি ওই সাংবাদিককে ফোন দিয়ে যা বলার বলেছি।
মাধবপুরের ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,আমরা সবসময় সাংবাদিকদের পাশে থাকি। দ্রুত ওই জিডির প্রসিকিউশন দেওয়া হবে।
বার্তা প্রেরক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর