কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ
কালিয়াকৈরে অজ্ঞাত যুবকের মরাদেহ উদ্ধার ৭নং ওয়ার্ডের মন্ডলপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পড়নে সাদা কালো টি-শার্ট ও খয়েরি রঙের লুঙ্গি ছিল।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মন্ডলপাড়া এলাকার গজারীবনের ভেতর এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।খবর পেয়ে পুলিশ নিহত অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা ওই যুবকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।