রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২ জানুয়ারি) সকালে রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ।
উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল-কুদ্দুস, আইসিটি অফিসার রনিক হালদার প্রমুখ।
আলোচনা সভা শেষে ৭ জন শারিরীক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার প্রদান ও জটিল রোগ আক্রান্ত ৩ জনকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।