স্টাফ রিপোর্টার: ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাগরপুর উপজেলা ছাত্র দলের র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২ জানুয়ারী ২০২৫ নাগরপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে নাগরপুর সরকারি কলেজ থেকে র্যালী বের হয়ে সদর বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে র্যালী শেষে পুনরায় নাগরপুর সরকারি কলেজ মাঠে একত্রিত হয়ে আলোচনা সভা করে।
নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল এর সভাপতিত্বে এবং সদস্য সচিব শহিদুর রহমান মনির এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ হাসান।
আর-ও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ।