মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৬ ঘটিকায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মোহাম্মদ আ: আলীম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আইলাবই গ্রামে অভিযান চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেন। ধৃত ব্যাক্তিরা হলো, হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাবিবপুর গ্রামের মৃত আ: সোবহান এর পুত্র আব্দুর রাজ্জাক (৩০) ও মৃত আব্দুর নূর এর পুত্র আলমগীর (২৯)। হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর প্রকৃয়াধীন আছে।
Post Views: 56