মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশের অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় মাধবপুর পৌরসভার গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুন নাহার খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: কবির হোসেন, মো: রফিকুল নাজিম, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মো: মহিউদ্দিন আহাম্মেদ,এনটিভি প্রতিনিধি জামাল মো: আবু নাসের, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সিলেট জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন। আলোচনা সভা শেষে মেম ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট ও পুরুষ্কার বিতরণ করা হয়।
Post Views: 32