উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ডাচবাংলার এজেন্ট ব্যাংকের আড়াই লক্ষাধিক টাকা ডাকাতির রহস্য উন্মোচন ও ডাকাতি ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের সদস্যরা। রবিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার সময় সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায় গত ১২ ডিসেম্বর উপজেলার পৌর বাসটার্মিনাল এলাকা থেকে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এ কর্মরত মামুনুর রশিদ ও মিরাজ হোসেনকে র্যাবের পোশাকে মাইক্রোবাসে অপহরণ করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা। পরে জেলার তাড়াশের হামকুরিয়া এলাকায় হাত পা বেঁধে ফেলে রেখে নগদ ২৮ লক্ষ ৫৫হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পরের দিন উল্লাপাড়া মডেল থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।
গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন-
রাজনগর থানার কর্তল এলাকার আফজাল মিয়া (৪০),শাহজাদপুর উপজেলার বাতিয়া গ্রামের জীবন পারভেজ রেজা (৪৭), বাচ্চু মিয়া (৪৭), রবিউল করিম (৪৫), ঝালুকাঠি নলছিড়ি এলাকার মো.জয় (৪০), শ্রীরবদী ধাতুয়া এলাকার সুমন মিয়া (৪৭),ফরিদগঞ্জ ভুটাল এলাকার মোস্তফা কামাল (৪৭)। মাঠবাড়িয়া বড় মাছুয়া এলাকার শাহাদাত হোসেন (৫৫),মতলব উত্তর চাঁদপুরের সুমন মিয়া (৪০) আক্কেলপুর মানিকপাড়া এলাকার মো. আপেল (৩৬), চাটমোহর নবীনপুর পূর্ব পাড়া এলাকার শহিদুল ইসলাম(৪৪)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,ডাকাতির মুলরহস্য উদঘাটন ও ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের জন্য সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার ফারুক হোসেন একটি টিম গঠন করে। পরে সহকারী পুলিশ সুপার উল্লাপাড়া সার্কেল অমৃত সূত্রধর ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. একরামুল হোসাইনের নেতৃত্বে পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার রহস্য উন্মোচন করে অভিযুক্তদের সনাক্ত করতে সক্ষম হয়।পরে দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে গ্রেফতার করেছেন।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি X-NOHA মাইক্রোবাস,১টি মোটরসাইকেল,১ জোড়া হ্যান্ডকাপ, ডাকাতির কাজে ব্যবহৃত র্যাবের কটি, ১টি খেলনা পিস্তল, ১টি ওয়াকিটকি সেট ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।