লক্ষ্মীপুর প্রতিনিধি।
লক্ষ্মীপুরে ভূমিদস্যু ও আওয়ামী লীগের সন্ত্রাসী ওসমানগণি গংদের হামলায় তিন জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার(২৪ ডিসেম্বর)দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আনিস মোহাম্মদের বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে।
সরজমিনে ঘটনাস্থলে গিয়ে ও অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে অভিযুক্তরা খোকনের বাবা টুকা মিয়া খরিদকৃত জমির ওপর ঘর নির্মাণ করতে গেলে অভিযুক্তরা খবর পেয়ে রায়পুর থেকে আওয়ামী লীগের ভাড়াটিয়া সন্ত্রাসীদের সহযোগিতায় খোকনের উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় খোকনের ছেলে সোহেল ও তার স্ত্রী এগিয়ে আসলে তাদেরকেও এলোপাতাড়ি মারপিট গামছা পেচিয় গলা আটকিয়ে সার্বরোধ করে হত্যার চেষ্টা করে অভিযুক্তরা। এ সময় তাদের কাছে থাকা নগদ (২৭০০০/ হাজার) টাকা,নাকফুল ও টেকনো ব্রান্ডের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
পরে এলাকাবাসী তাদের শোরচিৎকারে দৌড়ে আসা মাত্র অভিযুক্ত ভূমিদস্যুরা পালিয়ে যায়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি করেন
অভিযোগ করে খোকন জানান,জমি আমার, দলিল আমার, খতিয়ান আমার,তারা শালিশি বৈঠকে বসতে রাজি নাই,গায়ের জোরে বার বার আমার সম্পত্তি দখলের চেষ্টা করে।সোহেল স্ত্রী অভিযোগ করে বলেন আমাদের বাড়িতে পুরুষ লোক না থাকায় আ’লীগের সন্ত্রাসীসহ ভূমিদস্যুরা দলবদ্ধ হয়ে আমাদের জায়গা দখল করেছে। দীর্ঘদিন যাবৎ এই কুচক্র মহলটি বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করে আসছে।
দীর্ঘ ১০ দশ বছর যাবত জোর জবরদস্তি করে অবৈধ দখলবাজ ওসমান গনি গংরা আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সোহেলের পরিবারের সম্পক্তি জোর পূর্বক সন্ত্রাসী কায়দায় জবর দখল করে রেখেছে। তাদের বিরুদ্ধে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। ঘটনার বিষয় জানতে অভিযুক্ত রেহেনা আক্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সাংবাদিকদের আমার কিছুই বলার নাই।
লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মুন্নাফ জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পুলিশ গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে।ঘটনাটি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে