স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইল জেলা শ্রমিক দল কর্তৃক নাগরপুর উপজেলা শ্রমিক দলের নবগঠিত ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে।
২০ ডিসেম্বর ২০২৪ টাঙ্গাইল জেলা শ্রমিক দলের
সভাপতি( ভারপ্রাপ্ত) আবু সাঈদ মিয়া ও সাধারণ সম্পাদক মনিরুল হক ভিপি মনির স্বাক্ষরিত দলীয় প্যাডে আরিফুল ইসলাম নবা সভাপতি ও গোলাম মওলা মোস্তফা সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জাকির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট নাগরপুর উপজেলা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন হয়েছে।
আগামীর সাহসী আন্দোলন সংগ্রামে ঐক্য বদ্ধ হ’য়ে রাজপথে নেমে দাবি আদায় করার দৃঢ় বিশ্বাস করে। উপজেলা শ্রমিক দল শ্রমিকদের দাবি আদায়ের লক্ষে, শান্তি বজায় রেখে আগামীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্র ঘোষিত আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে সফলতা আদায় করতে যা করা দরকার আমরা সকলেই ঐক্য বদ্ধ হ’য়ে সফলতা আনবো, ইনশাআল্লাহ।
নাগরপুর উপজেলা শ্রমিক দলের ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতাদের পক্ষ থেকে সভাপতি আরিফুল ইসলাম নবা ও সম্পাদক গোলাম মওলা মোস্তফা, টাঙ্গাইল জেলা শ্রমিক দলের সভাপতি ও সম্পাদক,নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।