মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে কর্মী সম্মেলন ও কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান’র আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী।
সংগঠনের জেলা সেক্রেটারি ইয়ামীর আলীর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার- ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আলাউদ্দিন শাহ, পৌর জামায়াতের আমীর হাফেজ তাজুল ইসলাম ও সদর উপজেলা জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম প্রমুখ।
এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমীর বলেন, আসন্ন কর্মীসভা ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর ডা: শফিকুর রহমান আগমন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। তিনি আমাদের জেলার সন্তান ও জাতীয় ব্যক্তিত্ব। কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বৈষম্যহীন সমাজ বিনির্মানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।আগামীকাল শনিবার ২১ তারিখ মৌলভীবাজার সরকারি স্কুলের মাঠ মৌলভীবাজারবাসীর মিলনমেলায় পরিনত হবে।
সাংবাদিকদের মধ্যে মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদ ও সাবেক সভাপতি এম এ সালাম’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।