মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ইসলামী বক্তা পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) সাড়ে ১১টায় মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ও সকল সহযোগী সংগঠন এবং পীর মশায়েখগণের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরে মাওলানা ইউনুস আনসারী,পীরে সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল চিশ্বতী,
মাধবপুর-বিজয়নগর সুন্নি ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মুফতি জাকিউর রহমান কাদেরী আল হোসাইনি,
সাধারণ সম্পাদক ক্বারী মিজানুর রহমান আজিজী, যুগ্ম সম্পাদক মাওলানা মুস্তাকিম বিল্লাহ নূরী, মোঃ শফিক উদ্দিন খাঁন, মোঃ মাসুদুর রহমান মাছুম,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা কারী আতিকুর রহমান আতিক, মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা তারেক হাসান মাহদী, মাওলানা খাদিমুল ইসলাম আল হাসানী।,
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার না করা হলে আবারও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। দোয়া ও মিলাদের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।
Post Views: 38