সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে মোরছালিম(২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা।
মঙ্গলবার(১৭ ডিসেম্বর)দুপুরে র্যাব-১২’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন সোমবার(১৬ ডিসেম্বর) রাতে জেলার যমুনা সেতুর পশ্চিম রেলস্টেশন এলাকায় জুতার ভিতর অভিনব কায়দায় ৩৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের হিরোইন পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে ৩ শত ৩৪ গ্রাম হেরোইন এবং মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো।
তিনি আরো বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোরছালিন চাঁপাইনবাবগঞ্জের বাজিতপুর নতুনপাড়া গ্রামের ফরজেন আলীর ছেলে।
এ ঘটনায় আসামিকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামতসহ হস্তান্তর করা হয়েছে।