উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর)সকাল সাড়ে ১০ টার সময় বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপির দলীয় কার্যালয় থেকে বিজয়ের পতাকা উড়িয়ে মাথায় ফিতা বেঁধে বিজয় র্যালি বের করে সলপ রেলস্টেশন চত্বর ও বন্যাকান্দি বাজার চত্বর প্রদক্ষিণ শেষ করে এবং অত্র ইউনিয়নের পঞ্চক্রোশী আলী আহমেদ উচ্চ বিদ্যালয় ও বন্যাকান্দি এন এম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠান দুটির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিস্টার, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আব্দুল মালেক,সাধারন সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক মো.শাহরিয়ার মঈন(শাহিন),উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. আজমল হোসেন তালুকদার, যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো.তাজিমুল হাসান (দুলাল),সদস্য সচিব রাউফুল ইসলাম, সেচ্চাসেবক দলের আহবায়ক মো. আব্দুল মালেক,সদস্য সচিব মো. রুবেল হোসেন(ফকির) প্রমূখ।