ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় মহান বিজয় দিবস ২০২৪ পালিত হয়েছে। ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উপলেক্ষে (১৬ ডিসেম্বের) সোমবার সকালে উপজেলা প্রশাসন সহ সকল রাজনৈতিক অঙ্গ সংগঠন, সামাজিক সংগঠন, ডিমলা থানা পুলিশ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীগন, প্রেসক্লাব ডিমলার সদস্যবৃন্দ সহ সর্বস্তরের জনগন ডিমলা বিজয় চত্তরের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পূষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয় । দিবসটি উপলেক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, ডিমলা থানা অফিসার ইনচার্জ (ওসি) ফজলে ইলাহী, বীরমুক্তিযোদ্ধাগন, উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না, উপজেলা মৎস্য অফিসার শামীমা আক্তার, প্রেসক্লাব ডিমলা যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুল হাসান হাবিব, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ, সামাজিক সংগঠন, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ সহ সর্বস্তরের জনগন ।
Post Views: 49