কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নাসির মিয়া(৬৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরের সময় শমসেরনগর-মৌলভীবাজার সড়কের মোকামবাজার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে।
এ সময় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় ও পুলিশ সূত্র জানাযায় শমসেরনগর ইউনিয়নের শিংরাউলী গ্রামের আব্দুল মানিকের ছেলে রায়েক তানভির (১৭) তার বন্ধু ভাদাইর দেউল গ্রামের সুমন মিয়ার ছেলে জুমান মিয়াকে (১৭) নিয়ে মোটরসাইকেলযোগে মুন্সীবাজারের দিকে যাচ্ছিল। এ সময় সাইকেলে বেপরোয়া গতি থাকায় মোটরসাইকেলের ধাক্কায়
নাসির মিয়া (৬৫) নামের এক বৃদ্ধির মৃত্যু হয়েছ। মুন্সিবাজার ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়। ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের লাশ মৌলভীবাজার মর্গে রয়েছে।