ডেস্ক নিউজঃ পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলার যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে ভান্ডারিয়া পৌর শহরের তার নিজ বাসায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসমা সুলতানা যুথী ভান্ডারিয়া পৌর শহর এলাকার মো. আজাদ জোমাদ্দারের মেয়ে। তার বিরুদ্ধে হাতবোমা বিস্ফোরণ ও পিরোজপুর জেলা বি.এন.পি’র দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুস সোবাহান এ তথ্য নিশ্চিত করে বলেন,হাতবোমা বিস্ফোরণ ও বি.এন.পি’র দলীয় অফিস ভাঙচুর মামলার আসামি যুব মহিলা লীগ নেত্রী আসমা সুলতানা যুথীকে গ্রেফতার করা হয়েছে। বিস্ফোরক আইনে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।