মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র একটি বিশেষ টহলদলের অভিযানে বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল ইমদাদুল বারী খান পিএসসি’ র নেতৃত্বে একটি বিশেষ টহলদল বুধবার (৪ ডিসেম্বর) ৯ টার দিকে মাধবপুর উপজেলার সাহেব বাড়ি বাসস্ট্যান্ডের ঢাকা- সিলেট মহাসড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় পণ্য ভর্তি একটি কাভার্ড ভ্যান আটক করেছে।
আটককৃত কাভার্ড ভ্যানটিতে ভারতীয় উন্নতমানের শাড়ি কাপড় ১ হাজার ৪৭ পিস বিভিন্ন প্রকারের থান কাপড় ৮ হাজার ২ শত ৬৭ মিটার, সোফা কভারের কাপড় ৮’শ ৬০ মিটার, পন্ডস ব্রাইট ক্রিম ১ হাজার ৩’শ ৪ পিস, ভেটনোভেট সি ক্রিম ৪ হাজার ৮ শত পিস, স্কিন সাইন ক্রিম ৩২ হাজার ৪ শত পিস, ক্লোপ- জি ক্রিম ২৭ হাজার ২শত ৮০ পিস,ওয়াইল্ড স্টোন বডি পারফিউম ৪ শত ১২ পিস, জনসন বেবি লোশন ৩ শত ৬০ পিস এবং কিটকেট চকলেট ২১ হাজার ৮ শত ৮০ পিস যার আনুমানিক মূল্য ৩ কোটি ৬১ লক্ষ ৬৬ হাজার ১শত টাকার ভারতীয় পণ্য সামগ্রী জব্দ করা হয়।
হবিগঞ্জ ব্যাটালিয়ন ৫৫ বিজিবি জানান, আটককৃত ভারতীয় পণ্য গুলো হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়াও আরও জানান, অত্র ব্যাটালিয়ন কর্তৃক চোরাচালান বিরোধী কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।
Post Views: 783