মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম এর সাথে মাধবপুর উপজেলা প্রেসক্লাব এর নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ জাহান রনি, দপ্তর সম্পাদক এম এম গউছ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন তন্ময়, জালাল উদ্দিন লস্কর, মো: জাকির হোসেন, মশিউর রহমান মোর্শেদ, মোক্তার রহমান, সালমান কয়েস, আলহাজ্ব শাহীন মিয়া প্রমূখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং মাধবপুর উপজেলার সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন।
Post Views: 35