বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় মহানামযজ্ঞানুষ্ঠান।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

উল্লাপাড়ায় মহানামযজ্ঞানুষ্ঠান

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা উপজেলার উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়ায় সোমবার ১৮ নভেম্বর শুরু হয়েছে ৪০ প্রহর (৩ দিন) ঐতিহ্যবাহী মহানামযজ্ঞানুষ্ঠান। ভোর ৬ টার সময় সনাতনধর্মালম্বী ভক্তদের সম্মিলিত কীর্তণের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রচলিত রীতি অনুযায়ী দুদিন নাম সংগীত ও একদিন লীলা কীর্তণ পরিবেশন করা হবে এই অনুষ্ঠানে।

মহানামযজ্ঞানুষ্ঠান বাস্তাবায়ন কমিটির সভাপতি শ্রী শ্রী সুনিল কুমার পাল জানান, ৭০ বছর ধরে অগ্রাহায়ন মাসের প্রথম সপ্তাহে এখানে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হয়ে আসছে। উল্লাপাড়া পৌর সভা ছাড়াও পার্শবর্তী এলাকার অন্ততঃ ১০ হাজার নারী-পুরুষ মহানামযজ্ঞা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিদিন বাইরে থেকে আসা লোকজনকে আপ্যায়ন করা হবে বলে উল্লেখ করেন সুনিল পাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর