নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠন, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুব বিভাগের ২০২৫-২০২৬ সেকশনের জন্য নতুন কমিটি দেওয়া হয়েছে।
শুক্রবার ১৫ নভেম্বর ২০২৪ইং, সকাল দশটার সময় শুরু হয় সাড়ে এগারোটা পর্যন্ত শ্রীমঙ্গল কলেজ রোড একটি প্রাইভেট কোচিং সেন্টারের হলরুমে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির শ্রীমঙ্গল উপজেলা যুব বিভাগের ২০২৫-২০২৬ সেশনের সদস্যরা হলেন- সভাপতি মোঃ তারেক মাহফুজ, সহসভাপতি-১ মোঃ মাহবুবর রশিদ নিহাদ, সহসভাপতি-২ মোঃ রাজুজ্জামান, সেক্রেটারি মোঃ আকরাম হোসাইন, সহকারী সেক্রেটারি-১ মোঃ হারুন মিয়া, সহকারী সেক্রেটারি-২ মোঃ আব্দুল কাইয়ুম, বায়তুলমাল সম্পাদক মোঃ রুবায়েদুল হক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ আব্দুন নুর, মিডিয়া সম্পাদক মোঃ জালাল উদ্দিন।
এছাড়া প্রত্যেক ইউনিয়ন এর সভাপতি সেক্রেটারির নাম ঘোষণা করে আংশিক কমিটি দেয়া হয়, আগামী ৩০ নভেম্বর এর মধ্যে পুর্নাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করে তালিকা জমা দেওয়ার জন্য নবগঠিত সভাপতি সেক্রেটারিকে নির্দেশ প্রদান করা হয়।
Post Views: 233