ডিমলা (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় ঠাকুরগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধপথে উত্তরের সীমান্তবর্তী দেশ ভারতে অনুপ্রবেশের সময় সীমান্তরক্ষী বিজিবি সদস্যদের হাতে সনাতন ধর্মাবলম্বী চার বাংলাদেশী যুবক আটক হয়েছে।
উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা খালপাড়া নামক স্থান থেকে সোমবার গভীর রাতে রংপুর ব্যাটালিয়ান-৫১ বিজিবি সদস্যরা ০৪ সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করেছেন।
আটককৃত হলেন, নীলফামারী সদর উপজেলার দক্ষিন চাওড়া সবুজপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে হেমন্ত রায় (২১), কিসামত বসিয়ান পাড়ার ডালিম চন্দ্র রায়ের ছেলে শংকর রায় (১৮), পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের ললিত চন্দ্র রায়ের ছেলে উত্তম রায় (১৯), ডিমলা সদর ইউনিয়ন বাবুরহাট গ্রামের শম্ভু দত্ত মল্লিকের ছেলে আনন্দ দত্ত মল্লিক (২৬)। আটককৃত যুবকদের রংপুর ব্যাটালিয়ান-৫১ বিজিবি সদস্যরা জিজ্ঞাসাবাদ শেষে ডিমলা থানায় সোর্পদ করে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহি (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সীমান্তবর্তী দেশ ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যের একটি টহল দল ৪ সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করে। আটককৃত বাংলাদেশী যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। আটককৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
Post Views: 128