নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের পুরো জেলায় প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর জনগণের চাপে পড়ে বিদ্যুৎ সরবরাহ চালু করতে বাধ্য হলেন পল্লী বিদ্যুৎ সমিতি। গতকাল বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪ ইং, বেলা ৩টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখেন মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা। এতে বিকেল ৩টা থেকে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার গ্রাহক। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বাসা বাড়িতে বিদ্যুৎ না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েন জেলার বাসিন্দারা।
হঠাৎ এমন কর্মসূচির প্রতিবাদ জানিয়ে এবং দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর দাবিতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সরব হয়ে উঠেন মৌলভীবাজার জেলার পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহকরা। শত শত গ্রাহকরা তাদের ফেসবুক আইডিতে দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালুর দাবি জানান।
বিদ্যুৎ সংযোগ চালু করতে বিলম্ব করা হলে বিক্ষোভ মিছিল নিয়ে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির (পবিস) অফিস ঘেরাও করার আলটিমেটামও দেন অনেকে। আবার অনেকেই এমন জনবিরোধী কর্মসূচির জন্য পল্লীবিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীদের স্বৈরাচারীর দোসর আখ্যায়িত করে পোস্ট করেন।
পরে সরজমিনে সন্ধা ৫:৪৫ মিনিটের সময় শ্রীমঙ্গলে অবস্থিত মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির অফিসের সামনে গিয়ে দেখা যায় প্রচুর ভুক্তভোগী গ্রাহকদের জটলা। ধীরে ধীরে গ্রাহকদের ভিড় বেড়ে চলে। এ সময় ভুক্তভোগী গ্রাহকরা বলেন, আমাদের ভ্যাট-ট্যাক্সের টাকায় বিদ্যুৎ, মাস শেষে দ্বিগুণ বিল নিচ্ছে, তারপরেও কেন প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎ বন্ধ করে রাখলেন তারা। পরে গ্রাহকরা পল্লীবিদ্যুৎ অফিস ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছেন।
পরে খবর পেয়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনসহ সেনাবাহিনীর টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মেহেদি। পরে হাজার হাজার ভুক্তভোগী গ্রাহকদের আলটিমেটাম শুনে সেনাবাহিনীর মেজর মেহেদি বলেন ৫ মিনিটের মধ্যে আপনাদের কারেন্ট দেয়ার ব্যবস্থা করতেছি আপনারা ধৈর্য ধরুন ও পল্লীবিদ্যুৎ সমিতির অফিসের গেইটের সামন থেকে চলে যান। পরে সেনাবাহিনী ও প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তার হস্তক্ষেপে ৫ মিনিটের মধ্যে বিদ্যুৎ সংযোগ চালু হয়।
মৌলভীবাজার জেলা পবিস সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে দুই দফা দাবিতে সারা দেশে পবিসের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লীবিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এবিএম মিজানুর রহমান বলেন, কমপ্লিট শাটডাউন বা ব্লাকআউট শুধু মৌলভীবাজার জেলাজুড়ে নয়, সারা বাংলাদেশেই হয়েছে। তবে স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনীর সহযোগিতায় সন্ধা ৬টার সময় আমরা পুরো জেলায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করেছি। ইতোমধ্যে জেলার সকল উপজেলায় বিদ্যুৎ চালু করা হয়েছে বলে তিনি জানান।
Post Views: 102