শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

দুর্গোৎসব নির্বিঘ্ন করতে পূজা মন্ডপ পাহারা দেবে বিএনপি’র কর্মী সংবাদ সম্মেলনে-আজাদ হোসেন।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৯৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিএনপি’র পক্ষ থেকে সবধরণের সহযোগিতা দেবার ঘোষানা দিলেন সংগঠনের উল্লাপাড়া উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। প্রতিটি মন্দিরে তাদের ১৫ জন করে কমীর্দি নরাত অবস্থান করবেন।

শনিবার উল্লাপাড়া উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে সদস্য সচিব আজাদ হোসেন আজাদ এই ঘোষনা দেন। উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল ওয়াহাব,পৌর বিএনপি’র আহবায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা,সদস্য সচিব নিকসন কুমার এতে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াসাত করিম নয়ন,সদস্য সচিব আমিরুল ইসলাম,পৌর ছাত্রদলের আহবায়ক ইলিয়াস কাওছার।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন আজাদ লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে কেউ সংখ্যালঘু নয়। কাজেই হিন্দু সম্প্রদায় স্বাধীনভাবে তাদের সকল ধমীর্য় অনুষ্ঠান পালন করবে। এ বছর উল্লাপাড়ায় আয়োজিত শতাধিক দুর্গাপূজা মন্ডপে নির্বিঘ্নে সকল অনুষ্ঠানিকতা সম্পন্ন করতে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সার্বিক সহযোগিতা দেবে।

প্রতিটি মন্ডপে প্রশাসনের দেওয়া নিরাপত্তা কমীর্দের সঙ্গে ১৫ জন করে কমীর্ দিনরাত মন্দির প্রাঙ্গনে উপস্থিত থেকে নজর দারি করবে। সেই সাথে সংগঠনের নেতৃবৃন্দ পুরো উপজেলায় মন্দিরগুলো একাধিকবার পরিদর্শন করবেন বলে উল্লেখ করেন বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর