রামপালে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের এক বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় উপজেলার কাশিপুর এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এ প্রতিবাদ সভার আয়োজন করেন।
প্রতিবাদ সভায় জানানো হয়,গত ১ অক্টোবর,
রামপালের কাশিপুর ফকিরপাড়া মসজিদ কমিটির কোষাধ্যক্ষকে হুমকি’ শিরোনামে আঞ্চলিক ও কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
এতে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দিদার ফকির অভিযোগ করেন ‘একই এলাকার আওয়াল শেখের ছেলে শিমুল শেখ মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোল্যা মুজিবর রহমানকে দেখে নেওয়ার হুমকি দেন। তিনি আরো উল্লেখ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগী ছিলেন শিমুল। গত ১৭ বছর ধরে হয়রানি করে আসছে মানুষকে। সে আব্দুল্লাহ ফকিরের ডানহাত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে এখন খোলস পাল্টে দলে ভীড়তে চাইছে।
এ সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন এলাকার সাধারণ মানুষ।
‘ইলিয়াস আহমেদ শিমুল জানান, আমি বাইনতলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। দলের দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থেকেছি। জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি। উদ্দেশ্যে প্রনোদিতভাবে আমাকে সামাজিক ও দলীয়ভাবে আমার সম্মান নষ্ট করার জন্য দিদার ফকির মিথ্যা সংবাদ সাংবাদিকদের দিয়ে প্রচার করায়। আমি কাউকে কোন হুমকি ধামকি দেয়নি। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
‘বাইনতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার মাহফুজুর রহমান চিক জানান, শিমুল জাতীয়তাবাদী দল বিএনপির সাথে সম্পৃক্ত থেকে মাঠ পর্যায়ে কাজ করে আসছে। সে দলীয় সমস্যার কারণে দীর্ঘদিন এলাকার বাইরে ছিল। বাইরে থেকেও দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ করেছে। যারা তার নামে আওয়ামী লীগ কর্মীর ট্যাগ লাগানোর চেষ্টা করছে এবং মিথ্যা গুজব ছড়াচ্ছে সেসব মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
‘বিএনপি নেতা লুকমান শেখ জানান, শিমুল বিএনপির একজন নিবেদিত কর্মী। আওয়ামী লীগ সরকারের সহ্য করেছে। দলীয় নেতা-কর্মীদের খোঁজ খবর রেখেছে। তার বিরুদ্ধে কয়েকদিন আগে বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা সংবাদ প্রচার হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
‘বিএনপি নেতা আবু বকার জানান, শিমুল বাইনতলা ইউনিয়ন বিএনপির একজন ত্যাগী নেতা। বিগত সরকারের আমলে অনেক নির্যাতন সহ্য করেছে। তাকে কিছু লোক আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদ সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দিদারুলের কাছে মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেনি।
Post Views: 41