ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শতভাগ পদোন্নতিসহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ডিমলা উপজেলা পরিষদের সামনে এক দফা এক দাবীতে মানববন্ধন করেছেন উপজেলার প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ। “প্রধান ও সহকারী শিক্ষক ঐক্য গড়ি, নায্য দাবি আদায় করি” এই স্লোগানকে সামনে রেখে ০২ অক্টোবর বুধবার বিকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকগন। মানব বন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের সমন্বয়ক মুহাম্মদ তাজউদ্দিন, আমজাদদুল হক, রায়হান ইবনে আবেদীন, নুর আলম, হাসিম উল ফারুক ডলার, শামসুল হক,শাহেদ অদনান, হাসান শাহরিয়ার, আসাদুজ্জামান কমল, অলিয়ার রহমানসহ প্রমূখ। মানবন্ধন শেষে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের সমন্বয়কবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার উম্মে সলমা এর নিকট লিখিত স্মারকলিপি প্রদান করেন।