ভারতের মণিপুর রাজ্যের চূড়াচাঁদপুর ও কাংপোকপি জেলার গহীন জঙ্গলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি ‘অস্ত্রাগারের’ সন্ধান পেয়েছে ভারতের সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। সেখান থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় সেনাবাহিনী, মনিপুর পুলিশ, কেন্দ্রীয় এলিট ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের যৌথবাহিনীর টানা ৪৮ ঘণ্টার অভিযানে চূড়াচাঁদপুর ও কাংপোকপি জুড়ে বিস্তৃত গহীন জঙ্গলে ওই গোপন অস্ত্রাগারটির সন্ধান পাওয়া যায়। এ সময় অস্ত্রাগার থেকে বেশ কিছু যুদ্ধাস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।