সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টার সময় উল্লাপাড়া পৌর শহরের ৬ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে কাওয়াক মোড়ে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে খন্ড খন্ড মিছিল এসে জনসভা কানায় কানায় পরিপুর্ণ হয়ে যায়। পৌর সভার ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো.শহিদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক আবদুল ওয়াহাব,উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আজাদ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, যুবদলের সদস্য সচিব নিকসন কুমার আমিন, ছাত্রদলের আহ্বায়ক রিয়াসাত করিম নয়ন, ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম,কাওছাড় আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, কৃষক দলের সভাপতি শহিদুল ইসলাম প্রমূখসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।