উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিটস্ট্রোকে জিল্লুর রহমান (৩৪)নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার সলপ ইউনিয়নের চর তারাবাড়িয়া মাঠে ধান কাটার সময় হিটস্ট্রোকে আক্রান্ত হলে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি চর তারাবাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকাত ওসমান জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলে ঘটনার সময় জিল্লুর রহমান অপর দিনমজুরদের সঙ্গে তারাবাড়িয়া মাঠে ধান কাটছিলেন। প্রচন্ড তাপদাহে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা প্রথমে উল্লাপাড়া কেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেবার পর তার অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। কিছু দুর যাওয়ার পর রাস্তায় তিনি মারা যান।
উল্লাপাড়ার কেয়ার হাসপাতালের ব্যবস্থাপক আলামিন হোসেন জানান, জিল্লুর রহমানকে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ইসিজিও করা হয়। পরে তার অবস্থা আরো খারাপ হলে তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
Post Views: 207