ডিমলা (নীলফামারী)প্রতিনিধিঃ
নির্বাচন কমিশন কর্তৃক তফশিল ঘোষিত অনুযায়ী প্রথম ধাপে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ই মে ২০২৪। দশটি ইউনিয়ন পরিষদ নিয়ে ডিমলা উপজেলা পরিষদ গঠিত।
উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিলের পর আজ (২৩ এপ্রিল) মঙ্গলবার রিটার্নিং অফিসারে কার্যালয় নীলফামারীতে প্রতিক বরাদ্ধ দেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন উপজেলা পরিষদ নির্বাচনে।প্রতিক বরাদ্দের মুহুর্তে প্রার্থী ও কমী-সমর্থকদের উৎসব মুখর পরিবেশ ছিল চোখে পড়ার মত।উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্দী করবেন।
চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা- মুজিবনগর সরকারের কর্মচারী ও সাবেক উপকর কমিশনার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান মোটরসাইকেল প্রতীক, ডিমলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু ঘোড়া প্রতীক, বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম কাপ-পিরিচ প্রতীক, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফেরদৌস পারভেজ আনারস প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে সাত জন প্রতিদ্বন্দী করবেন । ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা- নীরেন্দ্র নাথ রায় টিউবওয়েল প্রতীক, মোঃ আবু সাঈদ উড়োজাহাজ প্রতীক, মোঃ মোফাক্কারুল ইসলাম পেলব মাইক প্রতীক, মোঃ স্বপন টিয়া পাখি প্রতীক, মোঃ হামিদার রহমান চশমা প্রতীক, শ্রী উত্তম কুমার রায় বৈদ্যুতিক বাল্ব প্রতীক, সুজয় চন্দ্র রায় তালা প্রতীক পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দী করবেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক পেলেন যারা-মোছাঃ আয়েশা সিদ্দিকা পদ্মফুল প্রতীক,মোছাঃ জাহানারা বেগম হাঁস প্রতীক, মোছাঃ পারুল বেগম ফুটবল প্রতীক পেয়েছেন।
ডিমলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, তৃতীয় লিঙ্গের একজন ভোটরসহ এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ২৭ হাজার ৯৭০ জন। এরই মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৩৭৯ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১লাখ ১২ হাজার ৫৯০ জন।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, উপজেলা পরিষদ নির্বাচন সহিংশতা ছাড়াই সুষ্ঠ,অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোটাররা যেন ভোট দিতে পারে সে ব্যাপারে প্রসাশন, সকল স্তরের জনগন ও প্রার্থীদের সহযোগীতা কামনা করছি এবং প্রার্থীদের নির্বাচনী নীতিমালা মেনে চলতে বলা হয়েছে আশা করছি কোন সহিংশতা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হবে।