রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ৩ পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ১০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

২য় ধাপে অনুষ্ঠিত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ  নির্বাচনে রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬ জন। এরা হলেন সেলিনা মির্জা মুক্তি, নবী নেওয়াজ খাঁন, মোঃ জহুরুল ইসলাম মিল্টন, হেদায়েত আহমেদ এলান, মোঃ ইদ্রিস আলী, মো: আকমাল হোসেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। এরা হলেন মোঃ আবু সাঈদ সরকার, মোঃ মনিরুজ্জামান পান্না, এস,এম তোফায়েল ইসলাম বকুল,মোঃ আলমগীর হোসাইন, এসএম জাহিদুজ্জামান কাকন,মোঃ সারোয়ার হোসেন, মোঃ শরিফুল ইসলাম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন মোছাঃ লাভলী পারভীন, সবিতা প্লাবনী সুইটি, মোছাঃ ঝর্ণা খাতুন, মোছাঃ সুমাইয়া পারভীন, মোছাঃ একা খাতুন।

উল্লাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদ রানা জানান, ২য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ১৮ জন প্রার্থী অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থীতা চূড়ান্ত হবে। তিনি আরো জানান এবার উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচন ইভিএমএ পদ্বতিতে ভোট অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর