রাজবাড়ী প্রতিনিধিঃ
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য “সোশ্যাল পার্সোনালিটি শাইনিং অ্যাওয়ার্ড-২০২৪ (সম্মাননা স্মারক) পেয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।
‘জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদ’ নামক একটি সংগঠন সারা দেশ হতে বাছাইকৃত ৪০ জন ইউপি চেয়ারম্যানকে ঢাকা জাতীয় শিশু কল্যাণ মিলনায়তন হতে এ সম্মাননা স্মারক প্রদান করে। এ সময় তিনি সম্মাননা গ্রহণ করেন। ইউনিয়ন পরিষদের সকলকে সাথে নিয়ে এক যোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে সাংবাদিকদের সাথে আলাপকালে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, এ সম্মাননা আমার একার অর্জন নয়। এ অর্জন আমার ইউনিয়নের সকল শ্রেনী-পেশার মানুষের। এ সম্মাননা আমি আমার প্রিয় ইউনিয়নবাসীকে উৎসর্গ করছি।
Post Views: 160