উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ দিনব্যাপী নানা আয়োজনে শেষ হলো মানবধর্ম মেলা। মঙ্গলবার ভোর রাত পর্যন্ত আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীত ও সুরের সংস্কৃতিতে দর্শক মাতোয়ারা হয়ে ওঠে এ মেলায়। উপজেলার বন্যাকান্দি বাজার সংলগ্ন মাঠে গত সোমবার বিকেল থেকে শুরু হয় এই মানবধর্ম মেলা। বিশ্বশান্তি বাস্তবায়ন সংঘ বাংলাদেশ আয়োজন করে ব্যতিক্রমধর্মী এ মেলার।
কবি ওমর ফারুকের সঞ্চালনায় ও গুরু আব্দুল মজিদের সভাপতিত্বে মানবধর্ম মেলার সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (অস্থায়ী) মো: মনিরুজ্জামান পান্না, নজরুল সংগীত চর্চা কেন্দ্র ‘বাঁশরী’র সভাপতি ও বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. ইন্জিনিয়ার খালেকুজ্জামান, বিশিষ্ট কৃষিবিদ ও গবেষক ড. সুরজিৎ সরকার, প্রচ্ছদ শিল্পী ও অনুবাদক নাসিম আহমেদ, গবেষক ও সংগঠক কাদের পাগলা প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে কুষ্টিয়ার লালন একাডেমি সহ দেশের নানা অঞ্চল থেকে আমন্ত্রিত শিল্পীরা সাঁইজী লালনের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন এ মেলায়। আগত লালন ভক্ত ও অনুরাগীরা সুরের মূর্ছনায় শিল্পীদের গাওয়া গান গভীর রাত পর্যন্ত উপভোগ করেন।