রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

গোয়ালন্দে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত।

মইনুল হক মৃধা,রাজবাড়ী প্রতিনিধিঃ / ৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৭ই এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভায় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফারসিম তারান্নুম হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, সহ মুক্তিযোদ্ধা, সুধীসমাজের প্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, মুজিবনগর সরকার গঠনের গুরুত্ব অপরিসীম ।  ইতিহাস সব সময় বিজিতের পক্ষে লেখা হয় । মুজিবনগর সরকার গঠন না হলে আমাদের ইতিহাসটা হয়তো অন্য রকম হতে পারতো । সুতরাং মুজিবনগর সরকার বাঙালির স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর